September 21, 2014
Amitananda Bhikkhu

বৌদ্ধ বিহার সংঘ সংরক্ষণ কমিটির সেমিনারে বক্তারা । বৌদ্ধ বিহার কেবলই সংঘ সম্পত্তি- বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগ এর সিনিয়র প্রফেসর ডঃ জিনবোধি ভিক্ষু

বুদ্ধ বিধান মতে বৌদ্ধ বিহারের জন্য দানীয় সম্পদও কখনো দানকারী মালিক হতে পারে না। বৌদ্ধ বিহার কেবলই সংঘ সম্পত্তি। এটি কখনো সংঘ ছাড়া কেউ মালিক হতে পারে না। বৌদ্ধ বিহার কেবল বুদ্ধ বিধান মতে সংঘেরই সম্পত্তি বলা যায়। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বৌদ্ধ বিহার সংঘ সম্পত্তি সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে গত শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বৌদ্ধ বিহার মাত্রই সংঘ সম্পত্তি শীর্ষক সেমিনার বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি স্মৃতিধর শীলানন্দ মহাথের এবং অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যপক ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিধর শীলানন্দ মহাথের বলেন, বৌদ্ধ বিহার যে, সংঘ সম্পত্তি সে বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়। কারণ ইহা বুদ্ধবাণী। তাই বৌদ্ধ বিহারের প্রকৃত মালিক ও অধিকারী একমাত্র সংঘ। বৌদ্ধ বিহার কখনো দায়ক-দায়িকা অথবা সংঘের বাইরে কেউ মালিক হতে পারে না। তাই বৌদ্ধ বিহার মাত্রই সংঘ সম্পত্তি।

উদ্বোধকের বক্তব্যে ড. জিনবোধি ভিক্ষু বলেন, বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষায় যাঁরা নাগরিক জীবন ত্যাগ করে অনাগরিক জীবনে দীক্ষিত হয়ে বৌদ্ধ সংঘে প্রবেশ করে তাঁদেরকে বৌদ্ধ ভিক্ষু সংঘ বলা হয়। আড়াই হাজার বছরের অধিক কাল ধরে পূজনীয় ভিক্ষু সংঘ বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষায় অবদান রেখে যাচ্ছে। বৌদ্ধ বিহার ভিক্ষু সংঘের আবাসস্থল।

সেমিনারে আশীর্বাদক ছিলেন অখিল ভারতীয় ভিক্ষু মহাসভার সংঘনায়ক ও বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মবীরিয় মহাথের। প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া. আলোচনা করেন রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমলজ্যেতি মহাস্থবির, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ সংঘরক্ষিত মহাথের, নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি প্রিয়ানন্দ মহাথের, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, নব-পণ্ডিত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, চবি প্রাক্তন অধ্যাপক ড. বেণু প্রসাদ বড়ুয়া, নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. জিতেন্দ্র লাল বড়ুয়া, স্যার আশুতোষ কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপক তালুকদার, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সুমন বড়ুয়া, বুদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ অঞ্চলের সভাপতি শ্রীমান বড়ুয়া, প্রভাষ রঞ্জন বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বোধিপাল বড়ুয়া ও জিনাংশু বড়ুয়া প্রমুখ।

Top